সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ইফতারে ডিমের চপ

অনলাইন ডেস্ক:

ডিম ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার। ডিম দিয়ে চপও অনেকের পছন্দের। ইফতারে বাড়তি স্বাদ যোগ করতে মজাদার এই খাবারটি তৈরি করতে পারেন।

উপকরণ : ডিম ৫ টি, আলু বড় আকৃতির ২ টি, আদা বাটা ১ চামচ,  রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, ধনে গুঁড়া ১ চিমটি, মরিচ গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণ মতো, ১০০ গ্রাম বেসন, কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
: ডিম এবং আলু সিদ্ধ করুন। খোসা ছাড়িয়ে নিন। ডিমের খোসা ছাড়িয়ে ঠান্ডা করে রাখুন। পরে প্রতিটি ডিম অর্ধেক করে কেটে নিন। আলু ভালো করে চটকিয়ে মেখে নিন। এবার আরেকটি পাত্রে পানির সাথে বেসন, ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার এবং লবণ মিশিয়ে নিন। একটি মসৃণ ব্যাটার তৈরি করুন।
একটি প্যানে পরিমাণমতো তেল গরম করুন। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিন। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা এবং স্বাদমতো লবণ দিন। ৫ থেকে ৬ মিনিট কষিয়ে নিন। তারপর চটকানো আলু যোগ করুন এবং ভালভাবে মেশান। চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার চপের পরিমাণ আলু নিয়ে মাঝখানে ডিমের পুর দিয়ে মুখ বন্ধ করে চপ বানিয়ে নিন। সব বানানো হলে একটা একটা করে চপ ব্যাটারে ডুবিয়ে সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।

Check Also

কাউকে আঘাত করা নয়, রেগে গেলে নিজেকে সামলে নেওয়াটা জরুরি!

অনলাইন ডেস্ক: সকলের ক্ষেত্রেই প্রাথমিক একটি আবেগ হল রাগ। অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপুও। একইসঙ্গে স্বাভাবিকও। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *