বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ৬:৩৪ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

আবারো ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন এমানুয়েল মাখোঁ

অনলাইন ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ফের ডানপন্থী মেরিন লঁ পেনকে হারিয়ে জিতে গেলেন উদারপন্থী এমানুয়েল মাখোঁ। এর মাধ্যমে দেশটিতে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে মাখোঁ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন।

এএফপির খবরে বলা হয়, ফ্রান্সের মূল ভূখণ্ডে গতকাল রোববার শুরু হয় প্রতিদ্বন্দ্বী এই দুই নেতার ভাগ্যনির্ধারণী চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ। ভোটে মাখোঁকেই এগিয়ে রেখেছিল জনমত জরিপ। সেটাই সত্যি হলো। ভোটের পর জরিপগুলোর ফলাফলে মাখোঁ ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। এই ফল সাধারণত সঠিক হয়। সারা দেশ থেকে আসা ফল পরীক্ষা করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ফলে পেন ৪১ দশমিক ৫ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন।

তবে ২০১৭ সালের নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের চেয়ে এবারের ভোটে দুই প্রার্থীর ব্যবধান কম। ওই নির্বাচনে পেনের বিরুদ্ধে ৬৬ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন মাখোঁ।

১০ এপ্রিল ফ্রান্সে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেবার গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটের মধ্যে মাখোঁ পান ২৭ দশমিক ৩৫ শতাংশ। অপর দিকে লঁ পেনের দখলে ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট। প্রথম পর্বে প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিলেন ১২ জন। নিয়ম অনুযায়ী, প্রথম পর্বের ভোটে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন।

গতকাল স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত ১২টা)। প্রায় ৫০ বছরের মধ্যে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করেছিল নির্বাচন সংস্থা।

Check Also

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *