মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ এ্যালামনাই এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সরকারি বালক উচ্চ এ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ড. মুহম্মদ শহীদ উজ জামান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক নুর এ শাহাদাৎ স্বজন প্রমুখ।
সভায় বক্তারা, আধুনিক ঠাকুরগাঁও গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা পর্যায়ে রয়েছেন। তারা যদি ঠাকুরগাঁও আত্নসামাজিক উন্নয়নে অবদান রাখেন তাহলে জেলায় বেকারত্ব, অর্থনীতিক উন্নয়নে অগ্রগতি পালনে সহায়ক হবে বলে আশা করেন বক্তারা।
এ সময় ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ এ্যালামনাই এসোসিয়েশনের প্রাক্তন ও নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।