বিনোদন ডেস্ক:
শুরুটা ছিলো ২০১৬ সালের কোরবানি ঈদে। সেই ঈদে গায়ক হিসেবে হাজির হোন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রথম বছরই গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। তার গান নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা। সেই যাত্রা আর থামেনি।
এখন তো ঈদ আয়োজন এখন ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান ছাড়া কল্পনা করা যায় না। কারণ ঈদে তার একক গানের অনুষ্ঠান ইস্যু হয়ে উঠে স্রোতামহলে। টিআরপিতেও অন্যসব অনুষ্ঠানকে টেক্কা দিয়ে উপরে উঠে আসে তার গাওয়া একক গানের অনুষ্ঠান। আসন্ন ঈদেও একক গানের অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এবারের তার একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তুমি আমার প্রেয়সী’। এটিএন বাংলার এক মেইলবার্তায় জানানো হয়েছে এই তথ্য।
মেইলবার্তায় জানানো ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। যাতে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।