সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শিল্পী সমিতির কমিটিতে এলেন রিয়াজ, শপথ পড়ালেন কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির বৈঠকে কার্যকরি পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়ক রিয়াজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য পদ থেকে অভিনেত্রী রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করায় রিয়াজকে তার স্থলাভিষিক্ত  করা হয়।   গত ২৬ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার রিয়াজ আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির নিজ পদের দায়িত্ব গ্রহণ করেন রিয়াজ। শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ গ্রহণ করিয়েছেন। শপত গ্রহণের পর শিল্পী সমিতরি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রিয়াজকে শুভেচ্ছা জানানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন রোজিনা। তবে সময় দিতে পারবেন না জানিয়ে তিনি মেইলে পদত্যাগের করেছিলেন ১০ ফেব্রুয়ারি। সেই আবেদনই গ্রহণ করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। আর রোজিনার আবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেয়া হয়।

কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। একই মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।’

Check Also

প্রসেনজিৎ-শ্রাবন্তীর নতুন সংসার!

বিনোদন ডেস্ক: টালিউডের দুই জনপ্রিয় তারকা প্রসেনজিৎ ও শ্রাবন্তী চ্যাটার্জি। একজন কিংবদন্তির পর্যায়ে চলে গেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *