কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে পাচশিরায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালাই শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকালে ব্যাংক কার্যালয়ে “সার্বজনীন কল্যানে মাহে রমযান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মঈন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কালাই শাখার এসপিও এন্ড শাখা প্রধান মোঃ আখতারুজ্জামান। প্রধান আলোচক ছিলেন বগুড়ার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার সহকারী মাওলানা নুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান রেজাউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, ইসলামী ব্যাংক এজেন্ট সত্বাধিকারী ডাঃ এইচ এম রেজওয়ান ।
আমন্ত্রিত অতিধি ছিলেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈন উদ্দিন।
সভায় ব্যবসায়ী, সুধী,গ্রাহক উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত করেন কালাই শাখার এমিসজি মোস্তাফিজুর রহমান।