সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মুসলিম হোস্টেল এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মুসলিম হোস্টেল এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান।

তিনি সভার প্রাম্ভিকে অনুষ্ঠানের আয়োজকদের ভূসয়ী প্রসংশা ও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন,এটা এমন এক মিলনমেলা যা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানকার ঘাস, মাটি, মাঠ ও প্রতিটি দেয়ালে আমাদের শৈশবের স্মৃতি বহন করে, যা ভুলার না। হোস্টেলর পাতলা ডাইল আর ভাজি খেয়ে আমরা বড় হয়েছি। এ সময় প্রত্যেকে আবেগ আপ্লূত হোন। এছাড়া তিনি আরও বলেন, যে সকল প্রাক্তন ভাইয়েরা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও দোয়ার জন্য উদ্ধত আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ আব্দুল করিম। তিনি প্রত্যেককে দিক নির্দেশনা ও উপদেশ মূলক বক্তব্য দেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ আশরাফুল আলম রেজভী, সারওয়ার মোর্শেদ (সালু), ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান, বর্তমান হোস্টেল সুপার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র মসজিদে পেশ ইমাম জনাব মোঃ সাদেকুল ইসলাম।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *