সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা চলবে

ন্যাশনাল ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুই পক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকালে শুরু হয়ে বিকেলে এ বৈঠক শেষ হয়।

বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডারসেক্রেটারি বনি জেনকিন্স।

Check Also

শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

অনলাইন ডেস্ক: দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *