স্পোর্টস ডেস্ক: ঋণে জর্জরিত শ্রীলংকায় ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের ৭৪ বছর পরও সবচেয়ে বড় সংকটে পড়েছে দ্বীপরাষ্ট্রটি।
খাদ্য, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নতুন সংকট অতীতের সবকিছু ছাপিয়ে গেছে। আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে খাদ্য। চাকরি নেই, বিদ্যুৎ নেই। যে কারণে বিক্ষুব্ধ জনতা রাজপথে নেমে এসেছেন।
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল দ্বীপদেশটি। নিঃস্ব হয়ে আসা মানুষের হাহাকার চারদিকে। তাদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা।
মঙ্গলবার কলম্বোর রাস্তায় দুই সাবেক টেস্ট অধিনায়ক মারভান আতাপাত্তু ও সনথ জয়সুরিয়াকে প্লাকার্ড হাতে নিত্যপণ্যের অগ্নিমূল্যের প্রতিবাদ জানাতে দেখা গেছে।
আরেক সাবেক অধিনায়ক রোশান মহানামাকেও বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দেখা যায়।
জয়সুরিয়ার হাতে প্লাকার্ডে লেখা ছিল ‘আমাদের পরবর্তী প্রজন্মর জন্য শ্রীলংকাকে বাঁচান।
শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শ্রীলংকার জরুরি অবস্থা ও কারফিউ দেখে খারাপ লাগছে। সরকার জনগণের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করতে পারে না, তাদের প্রতিবাদ করার সব রকম অধিকার আছে। যারা প্রতিবাদ করছে, তাদের আটক করা মোটেও উচিত নয়।
দায়িত্ব পালনে ব্যর্থ লোকদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে জয়াবর্ধনে বলেন, সত্যিকারের নেতারা নিজেদের ভুল স্বীকার করে। আমাদের দেশের মানুষদের রক্ষা করতে ত্বরিত ব্যবস্থা নিতে হবে, দুর্দশায় পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিতে ভালো একটা দল দরকার। নষ্ট করার মতো সময় নেই। এখন বিনয়ী হওয়ার সময়, ঠিক কাজটা করার সময়, অজুহাতের নয়।
ইনস্টাগ্রাম পোস্টে শ্রীলংকার আরেক কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা লিখেছেন, শ্রীলংকানদের অকল্পনীয় কঠিন এক সময় যাচ্ছে। একটা দিন কাটাতে লোকদের দুর্দশা ও ভোগান্তি দেখাটা হৃদয়বিদারক, দিনগুলো কঠিন হয়ে উঠছে। জনগণ সরব হচ্ছে, সমাধান চাইছে। তাদের ভবিষ্যৎ অবশ্যই রক্ষা করতে হবে।