সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১৫ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

টমি সিংহকে দেখার পর শাহিদ কপূরের সঙ্গে বিয়ে ভেঙে দিতে চেয়েছিলেন মীরা রাজপুত!

বিনোদন ডেস্ক: অসংখ্য অনুরাগী। টাকাপয়সার অভাব নেই। সেই সঙ্গে আবার দুর্দান্ত গানে আসর জমিয়ে দেন টমি সিংহ। পঞ্জাবের বহু যুবকই যে তাঁর মতো হতে চান, তা আর নতুন কী? তবে সেই টমিকে দেখার পর নাকি আঁতকে উঠেছিলেন মীরা রাজপুত। তাঁকে দেখার পরই নাকি শাহিদ কপূরের সঙ্গে বিবাহিত সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন। সংবাদমাধ্যমে এ দাবি করেছেন খোদ শাহিদ।

বলিউডি সিনেমার উৎসাহীদের কাছে নতুন করে টমি সিংহের পরিচয় দিতে হবে না। তবে যাঁরা হিন্দি সিনেমা সম্পর্কে তেমন খোঁজখবর রাখেন না, তাঁদের জন্য বলে রাখা ভাল যে টমি আদতে কাল্পনিক চরিত্র। তবে কাল্পনিক হলেও পঞ্জাবের বাস্তব চিত্রকেই তুলে ধরেছিল টমি।

অভিষেক চৌবের তৈরি ‘উড়তা পঞ্জাব’ মুক্তি পেয়েছিল সেই ২০১৬ সালে। তাতেই মুখ্য চরিত্র ছিলেন তেজিন্দর ওরফে টমি সিংহ। পঞ্জাবের বাসিন্দাদের একাংশের মাদকাসক্তির সমস্যার উপর আলো ফেলেছিল অভিষেকের সে ছবি।

এত বছর পর হঠাৎ টমির আলোচনা কেন? আসলে, সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে টমির প্রসঙ্গ টেনে এনেছেন শাহিদ। টমির চরিত্রকে যিনি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন।

অনেকে বলেন, ‘উড়তা পঞ্জাবে’র আগে শাহিদের এমন রূপ পর্দায় দেখা যায়নি। মাদকাসক্ত এক পঞ্জাবি র‌্যাপ তারকার ভূমিকায় নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন শাহিদ। চুলের ছাঁট থেকে শুরু করে শরীরী ভাষা— সবেতেই নিজেকে অন্য ছাঁচে ঢেলে ফেলেছিলেন।

Check Also

প্রসেনজিৎ-শ্রাবন্তীর নতুন সংসার!

বিনোদন ডেস্ক: টালিউডের দুই জনপ্রিয় তারকা প্রসেনজিৎ ও শ্রাবন্তী চ্যাটার্জি। একজন কিংবদন্তির পর্যায়ে চলে গেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *