সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সিংড়ায় পুকুর খননকালে প্রাচীন মূর্তি উদ্ধার

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর):

সিংড়া নাটোরের সিংড়ায় পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের জয় রামসাগর পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ ও থানা পুলিশ। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।

নাটোরের বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ এর সহকারী প্রকৌশলী আহসানুল করিম জানান, মঙ্গলবার উপজেলার বেলতা গ্রামের জয় রামসাগর পুকুর খননকালে ছাই রংয়ের পাথরের একটি মূর্তি দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান, থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা। মূর্তিটির ওজন ১৬ কেজি ৫০০ গ্রাম। দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি ও প্রস্থ সাড়ে ১০ ইঞ্চি। পাথরের প্লেট এর উপর খোদাই করা ছাই রংয়ের। আর মূর্তিটি কষ্টি পাথর কিনা বা এর মূল্য কত তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *