সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

পরীমণির মামলায় নাসির-অমির বিচার শুরু

অনলাইন ডেস্ক:

চিত্রনায়িকা পরীমণির করা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হলো।

সাভার বোটক্লাবের একটি ঘটনায় মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে গত বছর ১৪ জুন সাভার মডেল থানায় এ মামলাটি করেন পরীমণি। মামলার অপর আসামি হলেন শহীদুল ইসলাম।

বুধবার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য জানিয়েছেন।

গত ১৯ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত অভিযোগ গঠন শুনানি শেষে আদেশের জন্য ১৮ মে দিন ধার্য করেন।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *