নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
দূর্নীতির একটি মামলায় বগুড়ার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী নুর আফরোজ বেগম জ্যোতিকে ৭ বছর কারাদন্ড ও ৫৩ লাখ টাকা জরিমানা করেছেন বগুড়ার বিশেষ আদালত। বিচারক এমরান হোসেন চৌধুরী বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন । এসময় জ্যোতি আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রায় ২৯ লাখ টাকার তথ্য গোপন ও প্রায় ৫০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে ফারুক আহম্মেদ ২০১৪ সালে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত করে একমাত্র আসামী জ্যোতির বিরুদ্ধে চার্জসীট দেন দুদক উপ-পরিচালক মো: আনোয়ারুল হক।
মামলা সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য জ্যোতি ঢাকায় একটি ফ্লাট কম দামে কেনা দেখিয়ে ২৬ লাখ ৫১ হাজার টাকার তথ্য গোপন করেন। তার মোট সম্পদ ১ কোটি ২৯ লাখ ৮১ হাজার টাকা।
উল্লেখ্য, নুর আফরোজ বেগম জ্যোতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদের (সংরক্ষিত) মহিলা আসন-১ থেকে মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি শিবগঞ্জ এমএইচ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি বগুড়া প্রেসক্লাবেরও সদস্য।