সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

মহাদেবপুরে বাইকের মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত

 

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় মোঃ লুৎফর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন ও সাইফুল ইসলাম (৪৫) নামের অপর আরোহী আহত হয়েছেন। নিহত লুৎফর রহমান উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচাড়া গ্রামের মৃত তায়ের মিস্ত্রির ছেলে ও আহত সাইফুল ইসলামের বাড়ি একই ইউনিয়নের হরশি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লুৎফর রহমান তার নিজ মোটরসাইকেলে করে উপজেলার হাট চকগৌড়ী বাজারে যাচ্ছিলেন। বাজারে অবস্থিত হাট চকগৌরী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাইফুল ইসলামের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লুৎফর রহমান নিহত হন এবং সাইফুল ইসলাম গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহত সাইফুলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং নিহতের মরদেহ তার পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে যায়।

এবিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এখনো আমাদের কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *