সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় শিক্ষার্থীদের তালাবদ্ধ রেখে শিক্ষকরা দাওয়াতে!

 

নওগাঁ প্রতিনিধি:

শিক্ষার্থীদের স্কুলে তালাবদ্ধ রেখে দাওয়াত খেতে গিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা। এর ফলে দীর্ঘ চার ঘণ্টা ধরে শ্রেণিকক্ষে অবরুদ্ধ ছিল শিক্ষার্থীরা। পরে চিৎকার ও কান্নাকাটি শুনে তালা ভেঙে তাদের উদ্ধার করে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা ৭৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার (২১ মে) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সব শিক্ষকরা আরেকটি স্কুলে দাওয়াত খেতে যান।

জানা যায়, এদিন শিক্ষার্থীদের স্কুল ভবনে আটকে রেখে আরেকটি স্কুলে দাওয়াত খেতে যান সব শিক্ষকরা। এরপর চার ঘণ্টা পার হলেও তারা ফিরে না এলে আতঙ্কে চিৎকার ও কান্নাকাটি শুরু করে অবরুদ্ধ শিক্ষার্থীরা। এ সময় এলাকাবাসী ও অভিভাবকেরা স্কুলের গেটের তালা ভেঙ্গে তাদের উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা আশরাফুল, ফারহানা ও মমিনুল জানান, বিকাল ৪টার দিকে স্কুলের ছাত্রছাত্রীদের চিৎকার শুনে তালা ভেঙে তাদের উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রধান শিক্ষিকা জাহানারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা সব শিক্ষকরা মিলে দাওয়াতে গিয়েছিলাম। আসতে দেরি হওয়ায় সব ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে ক্ষমা চেয়েছি।

এ বিষয়ে স্কুলের সভাপতি এনামুল হক বলেন, শিক্ষকদের শাস্তি হওয়া দরকার।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এইমাত্র শুনলাম। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *