বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে সেফটি ট্যাংকি পরিস্কার করতে গিয়ে একজনের মৃত্যু

আব্দুল গাফ্ফার, শেরপুর (বগুড়া):

বগুড়ার শেরপুরে সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে কানাই বাসফোর (২০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণসাহাপাড়া গ্রামের পরিতোষ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কানাই উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের মৃত পটলা বাসফোর এর ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কানাই বাসফোর পরিতোষ চন্দ্রের বাড়ীতে সেফটি ট্যাংকি পরিষ্কার করতে ভেতরে নামে। এরপর সে ট্যাংকে পড়ে সেখানেই মারা যায়। পরে কানাইয়ের ভাই আনন্দ বাসফোর অনেক খোঁজাখুঁজির পর পরিতোষের বাড়ির ট্যাংকিতে গিয়ে দেখলে সেখানে কানাইয়ের মৃত দেহ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। এই ধরনের অনাকাঙ্খিত মৃত্যু এড়াতে সেপটিক ট্যাংক খোলার পর গ্যাস বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *