সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে প্রান গেল মাজেদের

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্টে মাজেদুর রহমান মাজেদ (৫২) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার জিগরী মালঞ্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদ পাকাঁ ইউনিয়নের আস্তিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জিগরী এলাকার মোশাররফ হোসেনের গাছে আম পাড়তে আসেন মাজেদ। গাছ থেকে আম পাড়া যাচ্ছিল না দেখে পাশের রেজাউল করিমের ওয়ার্কসপের দোকানের চালার উপরে উঠে আম পাড়ার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। টিনের চালার সাথে বৈদ্যুতিক তার স্পর্শ করায় এমন ঘটনা ঘটেছে বলে জানান স্থানীরা। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *