ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষককে মারধর করেছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী শামসুল,আরিফ,জাহাঙ্গীর, আনোয়ার, মফিরুল,ভোলামাই ও বৃষ্টি। রবিবার (২৯মে) দুপুরে বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় বিদ্যালয়ের জমি জবরদখল করে ভোগ করে আসছিল। পরবর্তিতে থানা প্রশাসন ও ম্যাজিষ্ট্রেটের সহায়তায় জমি পুনঃদখল করা হয়। এরই জের ধরে প্রধান শিক্ষক মোস্তফা কামালকে উক্ত সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে পেটালো। উক্ত প্রধান শিক্ষক বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসীরা সবাই রাজাগাঁও ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার সূত্রপাত, আজকে সন্ত্রাসীরা অতর্কিতভাবে স্কুলে ঢুকে ছাত্রীর স্কুল ড্রেস ধরে প্রকাশ্যে টানাহেঁচড়া শুরু করে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত হয়। পরে শিক্ষার্থীরা পুলিশকে কল দিলে রুহিয়া থানার পুলিশ ঘটনা স্থলে আসেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে এ ঘটনার লিখিত অভিযোগ গ্রহণ করে স্কুল প্রাঙ্গণ ত্যাগ করেন । উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী বাহিনী পুনরায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারতে থাকে, এতে তিনি গুরুতর আহত হন। পরে ঐ সন্ত্রাসীদল মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ দত্ত সমির জানান, কমিটির সদস্যরা মিলে এ বিষয়ে যথাশীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।