মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও থেকে:
ঠাকুরগাঁও জেলা সদরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মথুরাপুর পাবলিক হাই স্কুলের জাঁক জমক ভাবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদের নির্বাচন চলছে। সকাল দশটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, একটানা বিকাল চারটা পর্যন্ত চলবে।
অভিভাবক সদস্য পদে প্রতিযোগিতা করছেন মোট ৭ জন। মোট ভোটার সংখ্যা ১০৬৪ জন। বৈরী আবহাওয়ার মধ্যে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদানের জন্য কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।
এ দিকে অভিভাবক প্রার্থী আঃ মালেক বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটার আব্দুল করিম বলেন, ভোট প্রদানের সময় কোন সমস্যা হয় নাই।
অন্যদিকে ভোটার মোঃ সাইদুর রহমান বলেন, আমি কঠোর নিরাপত্তা ও ভয়ভীতির ঊর্ধ্বে থেকে ভোট গ্রদান করেছি।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার মোঃ মোশারফ হোসেন ( উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) বলেন,এই প্রতিষ্ঠানের বরাবরই একটি সুনাম রয়েছে কাজেই দুপুর ১২.০০ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
প্রধান শিক্ষক মোঃ আলমগীর বলেন, এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমাদের দিক দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে।
উল্লেখ থাকে যে, শিক্ষক প্রতিনিধি ৩ জন এবং মহিলা অভিভাবক সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।