সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ সাকাওয়াত হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত সাকাওয়াত হোসেন উপজেলার হাতুড় ইউনিয়নের হাতুড় গ্রামের মোঃ রহমতুল্লাহর ছেলে। তিনি উপজেলার গাহলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর পৌনে ২ টার দিকে সাকাওয়াত তার নিজ মোটরসাইকেলে করে উপজেলার মহাদেবপুর বাজারের মাতাজী রোডের আওয়ামীলীগের পুরাতন অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে চাকার নিচে পরে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে উপজেলার নওহাটা মোড় এলাকায় গেলে সে মৃত্যুর কোলে ঢলে পরে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দূর্ঘটনার পরই ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *