রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বাহরাইনের কাছে দুই গোল খেলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

ফুটবলে মালয়েশিয়া খুব একটা উন্নতি করেনি। ফিফা র‌্যাংকিংয়ে দেড়শোর ওপরে তারা। তবে কুয়ালালামপুরের বুকিট জালিল স্টেডিয়ামটা বেশ ঝকঝকে। বুটের সঙ্গে কাঁদা উঠে আসা মাঠ নয়। পরিচ্ছন্ন মাঠে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে পেরে ওঠার কথা ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের। পারেওনি। হেরেছে ২-০ গোলে।

বুধবার এশিয়া কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের গ্রুপ ই’র ম্যাচে প্রথমার্ধে দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৩৪ মিনিটে আলী হার্মার গোল করে বাহরাইনকে লিড এনে দেন। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কামিল আল আসওয়াদ। হার আরও বড় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ৮৯তম র‌্যাংকিংয়ে থাকা দলটিকে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

এর আগে ১৯৭৯ সালে বাহরাইনের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফুটবলে বাংলাদেশের তখন সোনালী সময়। ওই সময়ও বাহরাইনের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। সেবারও দুই গোলে হেরেছিল। শক্তিতে আরও এগিয়ে যাওয়া বাহরাইনের বিপক্ষে দুই গোলের হারকে তাই খারাপ ফল হিসেবে দেখার সুযোগ নেই।

২০২৩ সালে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। মূল আসরে অংশ নেবে ২৪ দল। এরই মধ্যে ১৩ দলের আসরে জায়গা চূড়ান্ত হয়েছে। বাকি ১১ দল এশিয়া কাপে জায়গা পাবে ছয়টি গ্রুপ থেকে। অনুমিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন ছয় দল সরাসরি মূল আসরের টিকেট পাবে। ছয় গ্রুপের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকার ভিত্তিতে পাঁচটি দল জায়গা পাবে আসরে। বাহরাইন ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে মালয়েশিয়া ও তুর্কমেনিস্তান।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *