বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

গাবতলীর মড়িয়া হাইস্কুলে প্রকাশ্যে ভোট দেয়ার দাবী


আতাউর রহমান, গাবতলী(বগুড়া):

বগুড়া গাবতলীর মড়িয়া আরএমপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম করে ভোটার তালিকা তৈরী ও গোপনে নির্বাচনী তফশীল ঘোষনা করার অভিযোগ করা হয়েছে। গোপনে তৈরী করা ভোটার তালিকা বাতিল ও প্রকাশ্যে পুনরায় তফশীল ঘোষনা করার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এর নিকট এমন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র জুনায়েদ হোসাইন স্বরন এর পিতা লুৎফর রহমান সরকার স্বপন।

এর অনুলিপি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এর নিকট। দায়েরকৃত লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ ফিরে আনতে গোপনকৃত নির্বাচনী তফশীল বন্ধ ও নতুন করে তফশীল ঘোষনা করে একজন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়ার জন্য গত বৃহস্পতিবার (৬এপ্রিল) আবেদন করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এর সাথে কথা বললে তিনি এ সংক্রান্ত লিখিত অভিযোগটি পাওয়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, সার্বিক ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, যেহেতু অভিযোগ পাওয়া গেছে, তাছাড়া কিছুটা ক্রটিও থাকতে পারে সে জন্য ওই তফশীল বাতিল করে আবার নতুনভাবে সঠিক নিয়ম অনুযায়ী পুনরায় তফশীল ঘোষনা করার ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান স্যার এর নিকট অনুরোধ করবো।

জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানান, কোন অনিয়ম মেনে নেয়া হবে না। তার পরও যদি কেউ মড়িয়া আরএমপি উচ্চ বিদ্যালয়ে গোপনে বা অনিয়ম করে কমিটি করার চেষ্ঠা করে তা বাতিল করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মড়িয়া আরএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ এর সাথে কথা বললে তিনি এ সংক্রান্ত তেমন কোন তথ্য না দিয়ে এড়িয়ে যান এবং মোবাইল ফোনের লাইন কেটে দেন। বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম জানান, যথাযথ নিয়ম ও বিধি অনুযায়ী কাজ সম্পূর্ন করা হয়েছে। তবে ওই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অত্যান্ত সুন্দর করতে সকল অনিয়ম দুর করে নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ্যে তফশীল ঘোষনা করে নির্বাচন দেয়ার জোর দাবী করেছেন অভিভাবক ও শিক্ষানুরাগীরা।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *