বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

৩২ বছরেই দশটি প্রাইভেট জেট বিমানের মালিক!

অনলাইন ডেস্ক:

৩২ বছর বয়সেই ১০টি প্রাইভেট জেটের মালিক। স্বপ্নের মতো শুনতে লাগলেও অসম্ভবকেই সম্ভব করেছেন ভারতের প্রথম প্রাইভেট জেট ভাড়া দেওয়ার সংস্থা ‘জেট সেট গো’-এর মালিক ভোপালের মেয়ে কণিকা তেকরিওয়াল।

ভোপালের মারওয়ারি পরিবারে ব়ড় হয়ে ওঠা। ব্যবসা তাঁর রক্তে। ছোট থেকেই ইচ্ছা ছিল নিজে কিছু করার। ভাল লাগত উড়োজাহাজ। ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ করে কখনও ‘বুলস এভিয়েশন’, কখনও বা ‘এরোস্পেস রিসোর্স’— উড়োজাহাজকে নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করেননি। কিন্তু মাথায় ঘুরছে নিজে কিছু শুরু করার পরিকল্পনা। ঠিক তখনই ধরা পড়ে মারণরোগ ক্যানসার।

২০১২ সাল, কণিকার বয়স তখন মাত্র ২২। তবে অসুস্থতা লুকিয়ে না রেখে, তা নিয়ে মন খুলে কথা বলতেন। এতে মনোবল অনেকটাই বেড়েছিল কণিকার। ৯ মাস ধরে কেমোথেরাপি চলেছিল। যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। কিন্তু হাল ছাড়েননি। ২০১৩ সালে এক বছর পর ক্যানসারকে জয় করে নতুন উদ্যমে মাঠে নামেন কণিকা। ‘জেট সেট গো’-এর সেই পথ চলা শুরু। ভারতের প্রথম ‘আকাশ ট্যাক্সি’ বলা যেতে পারে একে। প্রাইভেট জেট। ট্যাক্সি, ওলা, উবেরের মতোই ভাড়া করা যায় এই জেট প্লেন। মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি ছাড়াও দেশের সীমানার বাইরে নিউ ইয়র্ক, দুবাইয়ে যাওয়ার ক্ষেত্রেও এর পরিষেবা পাওয়া যাবে।

২০১৬ সালে ফোর্বসের অনূর্ধ্ব ৩০-এর তালিকায় নাম তুলেছিলেন কণিকা। বিবিসি-র উদ্যমী মহিলাদের তালিকার সাত নম্বরে ছিলেন তিনি। ‘ন্যাশনাল অন্ত্রোপ্রণরশিপ অ্যাওয়ার্ড’ও পেয়েছেন।

 

Check Also

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা!

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। ঘোষণাটি নিয়ে যে বিস্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *