সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বাজে পারফরমেন্সে ক্ষুব্ধ সাকিব!

অনলাইন ডেস্ক:

সকালের নাস্তা-পানি খেয়ে ব্যাটে নেমে তা হজম হওয়ার আগেই প্রথম ইনিংসের খেলা অর্ধেক শেষ! প্রথম সেশন অর্থাৎ মধ্যাহ্ন ভোজের আগেই মাঠে গিয়ে আবার ফিরে এসে ব্যাট-প্যাড খুলে ফেলেছেন ছয় ব্যাটার। টেস্ট ক্রিকেটের জন্য এগুলো ভালো দিক নয় বলে মন্তব্য করেছেন দলের নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

তার মতে, দলের বোলাররা হৃদয় দিয়ে চেষ্টা করেছেন। সবটা উজাড় করে দিয়েছেন। কিন্তু চেষ্টা করার জন্যও তো পুঁজি দরকার। সেটা ব্যাটাররা দিতে পারেননি। তার দৃষ্টিতে অ্যান্টিগা টেস্ট প্রথম সেশনেই হত্যা করা হয়েছে। টসও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘নিজেদের প্রয়োগটা আরও ভালোভাবে করতে হবে। লাঞ্চের আগে ছয় উইকেট পড়া টেস্ট খেলুড়ে দেশের জন্য ভালো দিক নয়। ওই প্রথম সেশনই ম্যাচটা হত্যা করেছে। আমাদের ব্যাটিংয়ে অনেক বেশি ধস নামছে এবং এটা বোলারদের কোন কাজেই আসছে না।’

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মেহেদি মিরাজ চারটি এবং এবাদত-খালেদ দুটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে দলটির ৯ রানের মধ্যে তিন উইকেট তুলে নেন খালেদ। সাকিব তাদের প্রশংসা করেন, ‘বোলাররা প্রাণ দিয়ে লড়েছে। ব্যাটার নুরুল ভালো করেছে। ব্যাটিংয়ের সময় আমি ইতিবাচক থেকে খেলতে চেষ্টা করেছি। মারার বল পেলে মেরেছি।’

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *