অনলাইন ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সরাসরি দেখায়নি বাংলাদেশের কোনো চ্যানেল। তবে আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের শেষ টেস্টসহ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস।
বিষয়টি নিশ্চিত করেন টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।
তিনি বলেন, ‘দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল হওয়ার কারণে আমাদের দর্শকদের প্রতি দায়বদ্ধতা আছে এবং সেটা বিবেচনায় নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’
সম্প্রচার জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রথম টেস্ট দেশের কোনো টিভি চ্যানেলে প্রদর্শিত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পাতায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ উপভোগের সুযোগ পেয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
এছাড়াও আইসিসি টিভিতে দেখাচ্ছিল এই টেস্ট সিরিজ। তবে এ জন্য প্রথম টেস্টে খরচ করতে হয়েছিল দুই ডলার। অবশ্য তারাও আগামী ম্যাচ থেকে ফ্রি দেখার সুযোগ করে দিচ্ছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ জুন টেস্ট ম্যাচটি ছাড়াও ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে টি-স্পোর্টস।