বগুড়া:
বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বর্তমান সমাজ ব্যবস্থা দূর্নীতি, দূ:শাসন ও অপরাধ প্রবনতায় ভরে গেছে। স্বাধীনতার ৫০ বছরেও দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হয়নি। বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল সেই স্বপ্ন পূরনের লক্ষ্যে কাজ করছে। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে আইনজীবিদেরকে এগিয়ে আসার আহ্বান জানান ।
মঙ্গলবার বিকেলে বগুড়া জজকোর্টের গওহর আলী ভবনে বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের আহ্বায়ক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মো. ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া বার সমিতির সহসভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, বগুড়া বার সমিতির কার্যনির্বাহী সদস্য মো. আব্দুস সালাম প্রমূখ।