সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সিংড়ায় বিকাশ প্রতারকের খপ্পরে টাকা খোয়ালেন ইউপি সদস্য!

সিংড়া (নাটোর) সংবাদদাতা:

নাটোরের সিংড়ায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে ফাইলপত্র প্রস্তুতের জন্য ডিপিও অফিসার পরিচয় দিয়ে এক ইউপি সদস্যের কাছ থেকে ২১ হাজার ১০০ টাকা বিকাশ নম্বরের মাধ্যমে হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। উপজেলার চামারী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মালেক মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা ও সাড়ে ৭টার দিকে দুই দফায় এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকাগুলো খোয়ান। এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য বুধবার বিকেলে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে ফাইলপত্র প্রস্তুত করার জন্য খরচ বাবদ ডিপিও অফিসার পরিচয়ে ভুয়া এডিসি’র নম্বরে ১৪ হাজার ৬০০ টাকা বিকাশে চান। ইউপি সদস্য আব্দুল মালেক সরল বিশ্বাসে দিয়ে দেন। ঘন্টাখানেক পরে পুনরায় ৬ হাজার ৫০০ টাকা চাইলে সেটাও দেন। তিনি ছাড়াও ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যগণকে ফোন করে বিকাশে টাকা চায় প্রতারক চক্র।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *