কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে কালাই থানার আয়োজনে বুধবার বিকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার পিপিএম (সেবা) মাছুম আহম্মেদ ভূঞা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও পাচবিবি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ইসতিয়াক আলম।
এছাড়াও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনীশ চৌধুরী, মহিলা আ’লীগের সভানেত্রী রতনা রশীদ, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর মন্ডল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত থেকে আইন শৃংখলা উন্নতি করনের লক্ষে বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ প্রদান করে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।