সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


আব্দুল গাফ্ফার, শেরপুর (বগুড়া):

দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহবান জানিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। সোমবার (১১এপ্রিল) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসহায় মানুষের মুখে হাসি ফুটানো আর সুখি সমৃদ্ধশালী দেশ গড়া। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে অবস্থিত উত্তরাপ্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল সিরাজী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রমূখ।

অন্যদের মাঝে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান পিএএ, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম, শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম শিরু, শেরপুর উলিপুর আমেরিয়া সমত্যুাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, মৈত্রীর নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, সুধীন্দ্রনাথ রায়, শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *