মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও :
বন্যার্তদের জন্য ঠাকুরগাঁও জেলা বিএনপির সহায়তা, আকুতি আর্তচিৎকারে হ্নদয়বিদীর্ণ
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট, সুনামগঞ্জ। লাখ লাখ মানুষ পানিবন্দি। হারিয়েছেন বসতভিটা। হয়ে পড়েছেন আশ্রয়হীন। বানের পানিতে ভেসে গেছে বাড়িঘর, আসবাবপত্রসহ সমস্ত জিনিস। সেই সঙ্গে ভেসে গেছে বহু প্রাণীকুল। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সেবা। চারদিকে হাহাকার আর বাঁচার আকুতি।
দেশের লন্ডন হিসেবে খ্যাত সিলেট এবং সুনামগঞ্জবাসীর এমন বিপদের দিনে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সহ পাশে দাঁড়িয়েছেন মহাসচিবের নিজের জেলা ঠাকুরগাঁও জেলা বিএনপি। নিজেরা সহায়তা দেওয়ার পাশাপাশি আকুতি জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এগিয়ে আসার। করছেন সাহায্য প্রার্থনা।
জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সমন্বয়ে শনিবার দুপুরে বের হয় একাধিক টিম,বিএনপি’র অঙ্গ সংগঠনের টিমগুলি হাতে বক্স নিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে সাহায্য তুলেন।এ সময় সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আমিন, সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান,বলেন ‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’ দেশের যে কোনো বিপর্যয়ে, দুঃসময়ে টের পাই, বিপর্যস্ত-অসহায় মানুষের পাশে আসলে মানুষকেই দাঁড়াতে হয়। এগিয়ে আসতে হয় যার যার সাধ্যমত। দুবছর আগে করোনার ভয়াবহ বাস্তবতায় আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম,দেশের মানুষ যখনই সংকটে পড়েছে বিরোধীদল বিএনপি তখনই সাধারণ মানুষের পাশে ছিল,আছে, থাকবে,,,,,,,ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানান, বিএনপি একটি বৃহৎ বিরোধীদল। যেহেতু সরকারের বানবাসীদের জন্য সাহায্য অত্যন্ত অপ্রতুল তাই বিএনপি সাধারণ মানুষের সাহায্য নিয়ে সিলেট-সুনামগঞ্জবাসীকে সাধ্যমতো অর্থ সহায়তা দেবেন। পাশাপাশি তিনি অন্যান্য ব্যবসায়ী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো জানান অর্থের পাশাপাশি কেউ যদি পুরাতন কাপড় শুকনো খাবার বা অন্য কোনো পণ্য দিয়ে সাহায্য করতে চান দিতে পারেন আমরা তা কেন্দ্রে পৌছাই দেবো কেন্দ্র-তা বন্যার্তদের মাঝে বিলি করবে।