সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক হাইওয়ে শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩এপ্রিল) বিকেলে শহরের মুন ইরাফী গার্ডেন সিটি কমপ্লেক্সে অবস্থিত ওই ব্যাংকের শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের বগুড়া অঞ্চলের প্রধান মো. রেজাউল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের বগুড়া শাখার এভিপি আব্দুল হালীম।

অত্র শাখার কর্মকর্তা কবি এসএম আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় ব্যাংকের এসপিও নুরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ¦ দবিবুর রহমান, শফিকুল ইসলাম শিরু, এড. আব্দুল হালীম প্রমূখ বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতীয় মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *