বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ২:৪৬ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

মহাদেবপুরে নিজেরাই ড্রেন পরিস্কার করলেন ব্যবসায়ীরা!

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

ভরাট হয়ে যাওয়া ড্রেন পরিস্কারের জন্য বিভিন্ন মহলে দিনের পর দিন ধর্না দিয়েও কোন ফল না পাওয়ায় নওগাঁর মহাদেবপুরের ব্যবসায়ীরা অবশেষে নিজেরাই ড্রেন পরিস্কার করলেন।

উপজেলা সদরের সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন সড়ক ও মধ্যবাজারের বিভিন্ন ড্রেন দীর্ঘদিন আগে ভরাট হয়েছিল। এসব ড্রেন উপচে রাস্তার অর্ধেকটা ময়লা পানিতে সয়লাব হয়ে থাকে। ড্রেনের সাথে স্থানীয়দের বাসাবাড়ির টয়লেটের সংযোগ থাকায় টয়লেটের দূর্গন্ধযুক্ত কালো পানি ও নোংরায় বাজারে আসা নারী পুরুষ বিড়ম্বনার শিকার হন। ময়লা পানিতে হাটুরেদের কাপড় ভিজে দুর্বিসহ অবস্থার সৃষ্টি করে।

বকের মোড়ের ব্যবসায়ি আলহাজ্ব গোলাম রাব্বানী, আরাফাত রহমান, চন্দন কুমার, জনি, আব্দুল বারী সরদার, আবুল কালাম আজাদ, ফিরোজ হোসেন, আয়নাল হক, বাবলু শেখ, বিশ্বজিৎ কুমার, হাফিজুর রহমান ফটিক প্রমুখ জানান, ড্রেনের পানি উপচে দোকানের সামনে সয়লাব হয়ে থাকায় ক্রেতারা তাদের দোকানে আসতে চাননা। ফলে তারা ব্যবসায়ীক ক্ষতির সম্মুখিন হয়েছেন। বিষয়টি নিরসনের জন্য তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ধর্না দিচ্ছেন। কিন্তু কেউ ড্রেন পরিস্কারের ব্যবস্থা করছেনা। এব্যাপারে তারা এক মাস আগে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী ও সদর ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু তারা কোন ব্যবস্থা না নেয়ায় রোববার (২৪ জুলাই) বিকেলে তারা নিজেদের অর্থে শ্রমিক নিয়োগ করে বকের মোড় থেকে ইসলামী ব্যাংক পর্যন্ত ড্রেনের ময়লা পরিস্কার করেছেন।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ পত্নীতলা উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ড্রেন নির্মাণ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।

এলজিইডির মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, ড্রেনটি পরিস্কারের দায়িত্ব তাদের নয়। উপজেলা নির্বাহী অফিসার বেশ কয়েকদিন থেকে ঢাকায় অবস্থান করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল ব্যবসায়ীদের আবেদন পাবার কথা স্বীকার করে জানান, উপজেলা সদরের বিভিন্ন ড্রেন ভরাট হয়ে গেছে। এগুলো দ্রুত পরিস্কার করা উচিৎ। অচিরেই তিনি এর উদ্যোগ নিবেন বলেও জানান।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *