সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

গুগলের প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের প্রেম অস্বীকার!

অনলাইন ডেস্ক:

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী’র সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল টেসলার মালিক ইলন মাস্কের। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই চাঞ্চল্যকর তথ্য দেয়। এতে বলা হয়, ইলন মাস্কের এমন কাজের জন্য তার সঙ্গে ব্রিনের বন্ধুত্ব ভেঙে গেছে। তবে এই রিপোর্টের কথা অস্বীকার করেছেন মাস্ক। নিজের টুইটার একাউন্ট থেকে তিনি লিখেন, এই খবর পুরোই আজগুবি। ব্রিনের সঙ্গে আমার বন্ধুত্ব এখনও আছে এবং গত রাতেও দেখা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
তবে ওয়াল স্ট্রিটের রিপোর্টে একাধিক সাক্ষীর কথা উল্লেখ রয়েছে। তারা জানিয়েছেন, গত বছরের শেষ দিকে ইলন মাস্ক অল্প কিছু দিনের জন্য ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এর পরে ব্রিন এ বছরের শুরুর দিকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। তখনই এই দুই টেক ধনকুবেরের বন্ধুত্ব ভেঙে যায়।

তবে মাস্কের দাবি, নিকোলের সাথে তার গত তিন বছরে মাত্র দু’বার দেখা হয়েছে এবং দু’বারই আশেপাশে অনেক লোকজন ছিল। এতে রোমান্টিক কিছুই ছিল না। ওয়াল স্ট্রিট জানিয়েছে, ডিসেম্বর মাসে কথিত ওই প্রেমের সময়টায় এরইমধ্যে ব্রিন ও তার স্ত্রীর আলাদা থাকা শুরু করেছিলেন। শানাহান এখন বিচ্ছেদের জন্য ব্রিনের থেকে অর্থ চান। ব্রিনকে ১০০ কোটি ডলার দিতে হতে পারে শানাহানকে। এ নিয়ে দর কষাকষি চলছে।
শানাহান নিজে একজন ক্যালিফোর্নিয়া-ভিত্তিক আইনজীবী এবং আইনবিষয়ক প্রযুক্তি কোম্পানি ক্লিয়ারএ্যাকসেসআইপি এবং বায়া-ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। অন্যদিকে ইলন মাস্ককে বলা হয় হয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি প্রায় ৩০০ বিলিয়ন ডলারের মালিক। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের প্রধান। ব্রিন নিজেও বিশ্বের অন্যতম ধনকুবের। তার সম্পদের পরিমান প্রায় ১০০ বিলিয়ন ডলার। পৃথিবীর শীর্ষ ধনীদের এক তালিকায় তিনি আছেন অষ্টম স্থানে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *