সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ঠান্ডু ও সম্পাদক মজিবর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার সকালে বাগাতিপাড়া সরকারী পাইলট মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু কে সভাপতি ও ৩ নং বাগাতিপাড়া ইউ.পি চেয়ারম্যান মজিবর রহমান কে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এর আগে উক্তো ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
কেন্দ্রীয় নেতাদের সিন্ধান্ত মোতাবেক বীর মুক্তযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, শরিফুল ইসলাম রমজান, জুনাইদ আহমেদ পলক, বীর মুক্তযোদ্ধা এ্যাড. আবুল কালাম ও শহিদুল ইসলাম বকুল এই পাঁচ সদস্য বিশিষ্ট বাচাই কমিটি প্রার্থীর মধ্যে থেকে চুড়ান্ত ভাবে সভাপতি ঠান্ডু,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইউনূস আলী,সহ-সভাপতি ৫ নং ফাগুয়ারদিয়াড় ইউ.পি সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম,আব্দুল ওয়াহাব,নবাব আলী,দীপক কুমার দাস,আব্দুল গণী ও সাধারণ সম্পাদক মজিবর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান দোলন,রাকিবুল ইসলাম এবং ৪ নং দয়ারামপুর ইউ.পি সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়। বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব’র সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইউনূস আলীর সভাপত্বিতে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ) সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন , স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকিয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক,নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা এ্যাড. আবুল কালাম, বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩এর সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ’র সভাপতি রত্না আহমেদ। অন্যান্যের মধ্যে জেলা ও উপজেলা আওয়ামী লীগ’র বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকগণ অংশ নেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *