ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
মঙ্গলবার(২৭ জুলাই) বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৪র্থ দিনে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ঠাকুরগাঁও জেলা সদরের আখানগর বাজারে ৫টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় ৩০০০মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩০০০০/-(ত্রিশ হাজার) টাকা। জরিমানা করা হয় ৩০০০/-(তিন হাজার)টাকা। জব্দকৃত জাল উক্ত বাজারে পুড়িয়ে দেওয়া হয়।
বৃষ্টি হ্যাচারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে কামাল হোসেন(৩০) নামে এক ব্যক্তিকে তিন মাসের জেল দেওয়া হয়। এছাড়াও সামু ট্রেডার্স নামে মৎস্য খাদ্য দোকানে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন মোঃ খালিদুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা, ঠাকুরগাঁও, মোঃ আশরাফুজ্জামান সিনিয়র সহকারী পরিচালক,রংপুর বিভাগ, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।