বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বগুড়ায় বন্দুক তৈরির বিপুল সরঞ্জাম সহ পিতা-পুত্র গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার কাহালু থানার পুলিশ একনলা বন্দুক তৈরির বিপুল পরিমান সরঞ্জাম সহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- কাহালু উপজেলার কলমা বিশবা গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিকের ছেলে শ্রী নিলু চন্দ্র প্রামানিক (৪৫) ও তার ছেলে সঞ্জিত চন্দ্র প্রামানিক (২২)। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক নলা বন্দুক তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজ (শনিবার) সকালে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে কাহালু উপজেলার কলমা বিশবা গ্রামের মৃত মফিজ উদ্দিন সরদারের ছেলে একরাম হোসেন বগা (৪০) নামের এক ব্যক্তি দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এঘটনায় বগার স্ত্রী কুলসুম খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ন তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ নিলু চন্দ্রের বাড়ীর পার্শ্বে টয়লেটের কাছে মাটির নিচে বাজারের ব্যাগভর্তি পলিথিন মোড়ানো অবস্থায় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একনলা বন্দুক তৈরির ব্যারেল ৫টি, লোহার তৈরি রিকয়েলিং স্প্রিং ৩টি, ফয়ার পিন ৬টি, স্টীলের তৈরি বন্দুকের ট্রিহার ৬টি, একনলা বন্দুক তৈরির স্টীলের খাপ ৬টি, বিভিন্ন সাইজের লোহার পাত ১৯টি, ব্যারেলের শেষ অংশ লোহার তৈরি জং ধরা ১টি, ৩টি লোডহার রড, ড্রিল মেশিনের মাথায় ব্যবহৃত ৪টি লোহার ফলা, লোহার তৈরি হ্যামার ৬টি এবং স্টীলের পাত ৪টি। উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে ৫টি একনলা বন্দুক তৈরি করা সম্ভব বলে পুলিশ সুপার জানান।

গ্রেফতারকৃত দুই আসামীরে নামে কাহালু থানায় মামলা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাদের রিমান্ডের জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ।
এঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানালেন পুলিশ সুপার।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *