মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধিঃ
রবিবার নওগাঁয় কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা নিয়ে গঠিত নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান, সনদ ও পুরুস্কার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোনায়েম হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারী ক্বারী মোঃ দেলোয়ার হোসাইন সাঈদের সঞ্চালনায় ফাউন্ডেশনভুক্ত প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষার বিজয়ীদের হাতে নগদ টাকা, সনদ ও পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সব অনুষ্ঠানে বক্তারা শিশুদের মেধা বিকাশ ও ভালো মানুষ তৈরিতে অভিভাবকদের করনীয় নির্ধারনে গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ মোনায়েম হোসাইন বলেন, শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে ভালো মানুষ তৈরির জন্য আদব – কায়দা, শিষ্টাচার, ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।
উল্লেখ্য যে, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে তিনজন করে ট্যালেন্টপুলে ও সাতজন করে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আসলাম হোসাইন,আব্দুল হাই, মনজুর মোর্শেদ টুটুল, আব্দুর রহিম, শাহজাহান আলী, নাজিম উদ্দীন, মোস্তাফিজুর রহমান প্রমূখ।