আতাউর রহমান, গাবতলী (বগুড়া) :
বগুড়ার গাবতলীতে ‘দোআঁশ পাবলিক লাইব্রেরী’র আয়োজনে সামাজিক অবক্ষয় রোধে বইয়ের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাবতলী স্কাউট কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রওনক জাহান।
সরকারী আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, এম আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, গাবতলী প্রেসকøাবের সভাপতি রায়হান রানা, সাবেক সভাপতি এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কবি ওয়ায়েজ রেজা। স্বাগত বক্তব্য রাখেন দোআঁশ পাবলিক লাইব্রেরী ও বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যব্যক্তিত্ব ও বাচিক শিল্পী অলোক পাল। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর হয়রত আলী হিরণ, বগুড়া লেখক চক্রের সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, সায়েন্স ফিকশন লেখক ফিরোজ হাসান, দোআঁশ পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সদস্য শফিকুল ইসলাম ভুট্টো, কবি আবু রায়হান, কবি সাফওয়ান আমিন, আমিনুল ইসলাম রনজু, ইয়াছিন আলী, আবুল কাশেম, পবিত্র প্রামাণিক প্রমুখ।
বক্তারা বলেন, শিশু কিশোরদের মধ্যে বইপড়া বাড়াতে হবে। কেননা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের কোন বিকল্প নাই। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের পর দোআঁশ পাবলিক লাইর্রেীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।