সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:২২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বগুড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৭৬ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রাতে পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- শহরের লতিফপুর কলোনী এলাকার নবী হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৫) এবং কাহালুর নহরপাড়া গ্রামের আইয়ুব খাঁর ছেলে মোঃ মজিদ খাঁ (৪৫)।

র‌্যাব জানায়, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর ও কাহালু থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাত পৌনে ৯টার দিকে ঘটিকায় শহরের করতোয়া রোড কলোনীস্থ আল কসমেটিকস্ এন্ড গিফট কর্নার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন (২৫) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে  ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

অপর একটি আভিযানিক দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলার কাহালু থানাধীন নহরপাড়াস্থ মাদক ব্যবসায়ী মোঃ মজিদ খা’র বসতবাড়ীর উত্তর দুয়ারী ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মজিদ খা (৪৫) কে গ্রেফতার এবং ১৭৬ বোতল ফেন্সিডিল, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা ও কাহালু থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *