নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
প্রতি বছরের মত এবারও বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের নুন জামা উপহার দিলো পথের দিশা ফাউন্ডেশন বগুড়া। শনিবার সকালে বগুড়া রেল স্টেশন বস্তিতে পথের দিশা ভাসমান স্কুলে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পথের দিশা ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ফসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পথের দিশা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শামীম আহমেদ এবং পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক সাংবাদিক মোস্তফা মোঘল।
অনুষ্ঠানে পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত প্রায় অর্ধশত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেয়া হয়। নতুন জামা পেয়ে সুবিধা বঞ্চিত শিশুদের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। পথের দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী সোমবার বিকেলে বস্তির শিশুদের জন্য মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া ঈদের পর এই শিশুদের নিয়ে ঈদপূনর্মিলনীও অনুষ্ঠিত হবে।