সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

পাকিস্তানকে সাবধান করলো তালেবান

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের আর কোনো হামলা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছে তালেবান। এক বিবৃতিতে রোববার আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এই হুমকি দেন। এছাড়া তিনি গত ১৬ই এপ্রিল কুনার ও খোস্ট প্রদেশে পাকিস্তান যে বিমান হামলা চালিয়েছে তার নিন্দা জানান। ওই হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু।

আফগান প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, আমরা আমাদের প্রতিবেশী ও বিশ্বের অন্য দেশের চ্যালেঞ্জের মুখে পড়েছি। কুনারে আমাদের ভূমিতে আগ্রাসন হলো তার উদাহরণ। আমরা এই ধরনের আগ্রাসন বরদাস্ত করতে পারি না। আমরা এই হামলা জাতীয় স্বার্থে সহ্য করেছি। কিন্তু পরের বার তা সহ্য করব না।

ডয়চে ভেলে জানিয়েছে, পাকিস্তান এখনো পর্যন্ত বিমান হামলার কথা স্বীকার করেনি।

তারা জানিয়েছে, এই দুই দেশ হলো ভাতৃসম। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাকিস্তান আশা করে, আফগানিস্তান তাদের সঙ্গে হাত মিলিয়ে দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করবে। পাকিস্তান ও আফগানিস্তান হলো দুই ভাইয়ের মতো। দুই দেশের সরকার ও মানুষ মনে করে, সন্ত্রাসবাদ হলো তাদের কাছে বড় বিপদ। তাই দুই দেশের উচিত সহযোগিতার ভিত্তিতে সীমান্তপারের সন্ত্রাস বন্ধ করা এবং তাদের জমিতে গড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
এদিকে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ও গত সপ্তাহে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বিমান হামলার প্রতিবাদ জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গত ১৬ই এপ্রিল খোস্ট ও কুনারে বিমান হামলায় মারা গেছে ২০ শিশু। গত বছরের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপরই সীমান্ত নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একাধিক হামলায় আফগান জঙ্গিরা কয়েক ডজন পাক সেনাকে হত্যা করলে পাকিস্তানও পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়। দুই দেশের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। জঙ্গি ঠেকাতে পাকিস্তান পুরো সীমান্তে নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে। এ নিয়েও অসন্তষ্ট তালেবান শাসকরা।

Check Also

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *