অনলাইন ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মুমিনুল হকের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। দলে ডাক পেয়েছেন পেসার রেজাউর রহমান।
রোববার ১৬ সদস্যের দলে আছেন পেসার শরিফুল ইসলাম। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। আগামী মঙ্গলবার অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুর যাবেন বাঁহাতি এই পেসার। তার সেরে উঠার ওপর নির্ভর করছে খেলা।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধের চোট পাওয়া তাসকিন আহমেদ বাদ পড়েছেন শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। বাদ পড়েছেন আবু জায়েদ চৌধুরীও। দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়েছেন এই তারকা পেসার।
পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে না খেলা সাকিব আল হাসান অনুমিতভাবেই আছেন দলে।
আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। তার আগে ৮ মে চট্টগ্রামে শুরু হবে টাইগারদের প্রস্তুতি। সেদিনই ঢাকায় পৌঁছবে শ্রীলংকা ক্রিকেট দল। আর ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম (ফিটনেসের ওপর)।