সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে বাসের সাথে এ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১ আহত ৩

শেরপুর, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আয়নাল হোসেন (৪৬) নামের ১জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। তিনি গাইবান্ধা সদর থানা এলাকার ফরিদ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা দ্বীন ইসলাম (৪৫), নিজাম উদ্দিন (১০) এবং অ্যাম্বুলেন্স চালক ফিরোজ( ৩০) আহত হন।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানাগেছে, রংপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হোসেন নামের একজন মারা যান ও ৩ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। শ্যামলী পরিবহনের বাস ও অ্যাম্বুলেন্সটি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে আটক আছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে অ্যাম্বুলেন্স চালক ফিরোজের অবস্থা আশংকাজনক।

 

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *