অনলাইন ডেস্ক:
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।
এর আগে তাকে ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। আইওয়ান-ই-সদরে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
৩৩ বছর বয়সি বিলওয়াল ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হিসেবে প্রথমবার নির্বাচিত হন ২০১৮ সালে। প্রথমবারের মতো তিনি মন্ত্রিসভায়র সদস্য হিসেবে দায়িত্ব পেলেন।