সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বগুড়ায় আমেরিকা প্রবাসী খুন, তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় আমেরিকা প্রবাসী আবদুর রাজ্জাক সরকার হত্যার ঘটনায় অস্ত্রসহ ওমর খৈয়াম সরকার রূপম ওরফে হাতকাটা রূপম (৪৫) এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় সদর থানা পুলিশ মঙ্গলবার রাতে  শহরের দত্তবাড়ি এলাকায় প্রাইভেটকার থামিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় গাড়িতে ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গুলি করা একটি বিদেশী পিস্তল পাওয়া যায়।

গ্রেফতার অন্য দুজন হলেন –  হিফযুল হক জনি (২৬) ও আল আমিন (২২)।

বুধবার বিকালে সদর থানার এসআই ওসমান গণী তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে, এরা তিনজনসহ ৬-৭ জন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। আরো দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের ছেলে শোভন সরকার বাদী হয়ে রূপম, জনি, আল আমিন, সীমান্ত ও লিমন শেখের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ওসি সেলিম রেজা আরো জানান, গ্রেফতার পাঁচজনই আমেরিকার নাগরিক আবদুর রাজ্জাক সরকারকে হত্যায় সরাসরি জড়িত।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বগুড়া সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়নের মহিষবাথান তিনমাথা এলাকায় আমেরিকা প্রবাসীকে কুপিয়ে ও পিস্তল কেড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর হত্যাকারীরা একটি প্রাইভেটকার যোগে (ঢাকা মেট্রো-খ-১৫-৫৫৭২) শহরে আসে। শহরের দত্তবাড়ি মোড়ে সদর থানা পুলিশ বেপরোয়া গতির কারটি থামিয়ে তল্লাশি করেন। তখন একটি বিদেশী পিস্তলসহ রূপম ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *