সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বিরামপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা:

“সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিরামপুরের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শেষে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, মেডিকেল আফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ সজল, মেডিকেল অফিসার ডাঃ জাকিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ হাসনাত হেনা ইয়াসমিন, মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর ইসমাইল হোসেন, সিনিয়ার নার্স মোর্শেদা বেগম প্রমুখ।

এসময় বিশ্ব স্বাস্থ্য দিবস দিবসের তাৎপর্য তুলে ধরেন অনুষ্ঠানে সভাপতি, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়। এতে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্সসহ স্টাফরা উপস্থিত ছিলেন।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *