বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তায় জলাবদ্ধতা

নাজমুস সাকিব, নন্দীগ্রাম (বগুড়া) থেকে:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুলে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কে বৃষ্টির পানিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দূর্ভোগ চরমে পৌঁছেছে জনসাধারণের।

স্থানীয়রা জানান, সময় মত রাস্তার সংস্কার কাজ না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। অসময়ে সংস্কার কাজ শুরু হলেও কাজের ধীরগতির কারনে একটু বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। রাস্তার পাশের বসতবাড়ীর পানি নিষ।কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজন, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী এবং ব্যাংকের সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হাশেম আলী প্রামাণিক জানান, এমপির বরাদ্ধে সংষ্কার কাজ চলমান রয়েছে। এবিষয়ে তার কোন কিছু করার এখতিয়ার নাই।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেস্টা করেও তারি বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *