সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
“মুজিব বর্ষের অঙ্গীকার,মাদক করব পরিহার” এবং “একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট”এই শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনায় সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,ধর্মীয় নেতা, শিক্ষার্থী, শিক্ষক , সুশীল সমাজ ,এনজিও প্রতিনিধি, সংখ্যালঘু গোষ্ঠী, সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ ও এ.এস.এম মঈনউদ্দিন কবির,উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ। সচেতনতামূলক এ কর্মশালার সহ মোট ১৫০ জন ডেলিগেট অংশ নেয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *