ঘোড়াঘাট (দিনাজপুর), প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার কুন্দারনপুর গ্রামের আলম মিয়ার ছেলে আঃ রহমান ওরফে লেদা (২৮), একই এলাকার করঞ্জি বানিয়াল গ্রামের বেলাল মিয়ার ছেলে জিল্লুর রহমান (২৮) ও গোবিন্দগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে এমদাদুল হক (৩১)।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানা, বিরামপুর থানা ও হাকিমপুর থানায় একাধিক সড়কে গাছেরগুড়ি ফেলে ডাকাতি, ছিনতাই ও গরু চুরির মামলা রয়েছে। আসামীদের বৃহস্পতিবার দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।