সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:০৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বগুড়ায় অনুষ্ঠিত হলো তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের কুরআন উৎসব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে বগুড়ায় অনুষ্ঠিত হলো ১১তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব। বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে দিনব্যাপি চলে এই আয়োজন। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশের পরিচালিত রাজশাহী, রংপুর ও বগুড়া অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন হিফয সমাপনকারী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেই সাথে হাফেজ শিক্ষার্থীদের পিতা মাতাদেরও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, প্রধান অতিথি ছিলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবু ইউসুফ, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহা. মোখলেছুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের মাহফিল হচ্ছে দুনিয়ার সব চেয়ে দাবি মাহফিল। এই মাহফিলে হাফিযদের অংশগ্রহণ আরো প্রাণবন্ত করে তুলেছে। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগ আলেম ওলামাদের উৎসাহ প্রদান করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যরাখেন, তানযীমুল উম্মা ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ আল আমী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আতোয়ার রহমান, সরকারি মোস্তাফাবিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম সিদ্দীকি, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যপক আব্দুল লতিফ, নূর মসজিদের সাবেক খতিব মাও. আলমগীর হোসেন, শাহিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সুমী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন আশরাফী, অনুষ্ঠানে তানযীমুল উম্মা শিল্পিগোষ্ঠির শিশু শিল্পিদের পরিবেশনায় ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *